ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি

২০২৬ আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলতে বাংলাদেশ অংশগ্রহণ না করলে বিকল্প দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে বিষয়টি চূড়ান্ত করার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আরও এক দিনের সময় দিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বিসিবি ভারতের বিপক্ষে ও ভারতের মাটিতে ম্যাচ খেলতে না যাওয়ার অবস্থান আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার আইসিসির বোর্ডসভায় বিষয়টি আলোচনায় আসে। সভায় এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে সংখ্যাগরিষ্ঠ মতামত গৃহীত হয়।
তবে সিদ্ধান্ত কার্যকর করার আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে। সে লক্ষ্যে আইসিসি এক দিনের সময়সীমা বেঁধে দিয়েছে।
আরও পড়ুন: টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠালো সিলেট
বিজ্ঞাপন
আজ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা নাগাদ ভার্চুয়াল এক সভায় বসেছিল আইসিসি। যেখানে পূর্ণ সদস্য সকল দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পাশাপাশি আইসিসির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ছিলেন মিটিংয়ে।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে, এই আলচনায় অংশ নেওয়া বেশির ভাগ সদস্যই বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার পক্ষে মত দিয়েছে। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে গিয়ে বাংলাদেশ খেলবে কি না এই সিদ্ধান্ত নিতে আরো একদিন সময় পাচ্ছে বিসিবি।








