বিশ্বকাপ ইস্যুতে বিকেলে ক্রিকেটারদের ডেকেছেন ক্রীড়া উপদেষ্টা

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনায় দেশের ক্রিকেটাঙ্গন। বিশ্বকাপের আয়োজক দেশ ভারত হলেও সেখানে খেলতে অনিচ্ছুক বাংলাদেশ—এই অবস্থান ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মুখোমুখি অবস্থানে রয়েছে। ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন জানালেও আইসিসি তা সরাসরি নাকচ করে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, ভারতের মাটিতে খেলতে না গেলে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে অন্তর্ভুক্ত করা হবে।
বিজ্ঞাপন
এই প্রেক্ষাপটে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশের হাতে রয়েছে আজ বৃহস্পতিবারের সময়টুকু। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিশ্বকাপ ইস্যুতে দেশের অবস্থান, ভারতে গিয়ে খেলা কিংবা না খেলার সিদ্ধান্তসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে বুধবার রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে আইসিসির সিদ্ধান্ত ও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।
বিজ্ঞাপন
আইসিসির পক্ষ থেকে ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যানের পরও আশাবাদী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি মনে করেন, এখনো বাংলাদেশের বিশ্বকাপে খেলার সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। এ বিষয়ে তিনি বলেন, আইসিসির বোর্ডসভায় ভোটাভুটির আগে বাংলাদেশের অবস্থানের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। তবে ভোটাভুটিতে যেতে চায়নি বাংলাদেশ এবং সেখান থেকে সরে দাঁড়ায়।
বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া এই অনিশ্চয়তার মধ্যেও সরকারকে চাপ দিতে চান না বিসিবি সভাপতি। তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের উদ্বেগের বিষয়টি গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারের সঙ্গে আরও এক দফা আলোচনা করে সেই মতামত আইসিসিকে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে বুধবার আইসিসি সদস্য দেশগুলোকে নিয়ে ভার্চুয়াল বোর্ডসভা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের অবস্থানের পক্ষে ভোট দেয় কেবল পাকিস্তান। বাকি সদস্য দেশগুলো বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়। ফলে একটি দেশের সমর্থন আইসিসির সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনতে পারেনি।
আইসিসি গভর্নিং বডি বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টার সময় দিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। একই সঙ্গে সংস্থাটি দাবি করেছে, ভারতের ভেন্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।
এখন সব নজর ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেটারদের বৈঠক এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ।








