Logo

প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ চীনের দখলে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুলাই, ২০২৪, ০১:৪২
56Shares
প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ চীনের দখলে
ছবি: সংগৃহীত

নার্ভ ঠিক রেখেই সেখান থেকে নিজেদের প্রথম পদক নিশ্চিত করেছেন চীনা শ্যুটাররা। আজকের দিনে ১৪টি সোনা নিশ্চিত হওয়ার কথা রয়েছে

বিজ্ঞাপন

চোখ ধাঁধানো আয়োজনের মধ্যদিয়ে সিন নদীর তীরে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের। এবারের আসরে প্রথম ও দ্বিতীয় সোনা জিতল চীন। শুটিংয়ের মিশ্র দলগত ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারানোর পর নারীদের সিনক্রোনাইজড ডাইভিংয়ে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে তারা।

দিনের শুরুতেই শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে সোনা জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি। এরপরেই দ্বিতীয় সোনা জিতে নেয় স্প্রিংবোর্ড ইভেন্টে। ওম্যান্স সিনক্রোনাইজ ৩মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে তাদের স্বর্ণপদক এনে দেন ইয়ানি চ্যাং ও ওয়েইন চেনের জুটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নার্ভ ঠিক রেখেই সেখান থেকে নিজেদের প্রথম পদক নিশ্চিত করেছেন চীনা শ্যুটাররা। আজকের দিনে ১৪টি সোনা নিশ্চিত হওয়ার কথা রয়েছে। তার মাঝে এটিই ছিল প্রথম। এই ইভেন্টে রূপা পেয়েছে দক্ষিণ কোরিয়া। আর ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেক্সান্দ্রা জুটি। তাই প্যারিস অলিম্পিকে প্রথম পদকটা কাজাখাস্তানের দখলে।

আধঘণ্টার ব্যবধানে ডাইভিংয়ে স্বর্ণপদক পেয়ে যায় চীন। তবে এই ইভেন্টে চ্যালেঞ্জ ছিল না তাদের। বরং রীতিমত দাপট দেখিয়েছে তারা। রৌপ্যজয়ী মার্কিন দলের চেয়ে ২৩.০৪ পয়েন্ট বেশি ছিল চীনের মেয়েদের। সারাহ বেকন এবং ক্যাসিডি কুক যুক্তরাষ্ট্রের এবারের জন্য প্রথম পদক জয়ী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে গ্রেট ব্রিটেন। ইয়াসমিন হার্পার এবং স্কারলেট জেনসেন রীতিমত নাটকীয়ভাবে জয় করেছেন ব্রোঞ্জ পদক। অস্ট্রেলিয়ার দুই ডাইভার ম্যাডিসন কেনি এবং অ্যানাবেল স্মিথ শেষ ডাইভের আগপর্যন্ত এগিয়ে ছিলেন। কিন্তু ফাইনাল ডাইভেই বদলে যায় ভাগ্য। ইয়াসমিন ও স্কারলেট ছিটকে দেন অজি জুটিকে। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকের পর এবারই উদ্বোধনী দিনে পদক জয় করেছে ব্রিটেন।

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD