সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৪


সমন্বয়কদের ছেড়ে দেওয়ার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ সমন্বয়ককে গ্রেফতার করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘তারা ঝুঁকিমুক্ত, পুলিশ এটা মনে করলে তাদের ছেড়ে দেওয়া হবে।’ 


রবিবার (২৮ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


আরও পড়ুন: এবার কোটা আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাতও ডিবি হেফাজতে


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শিগগিরই চিন্তা করছি তাদের ঝুঁকিটা যদি মুক্ত হয়ে যায় তাহলে আমরা তাদের ছেড়ে দিতে পারব কি না, সেটি হিসাব-নিকাশ করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত, তাহলে তখনই তাদের ছেড়ে দেওয়া হবে।’


তিনি বলেন, ‘দেখুন, তারা নিজেরাই বলছিল তারা ঝুঁকিতে রয়েছে। সেজন্য আমরা তাদের নিরাপত্তার জন্য নিয়ে এসেছি।’


আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কে বা কারা তাদেরকে প্ররোচনা দিয়েছে, পরবর্তীতে যে আন্দোলন সহিংস রূপ নিল- এগুলো আমরা তাদেরকে জিজ্ঞাসা করছি।‌ আর এগুলোর উত্তরও তারা দিচ্ছে।’


আরও পড়ুন: কোটা আন্দোলন: কতজন প্রাণ হারিয়েছে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী


এর আগে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে হেফাজতে নেয় ডিবি।


এমএল/