ভিসা ছাড়াই যাওয়া যাবে থাইল্যান্ড


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪


ভিসা ছাড়াই যাওয়া যাবে থাইল্যান্ড
ছবি: সংগৃহীত

ভিসা ছাড়াই থাইল্যান্ড যেতে পারবেন বাংলাদেশের অফিশিয়াল পাসপোর্টধারীরা। এমন একটি চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


সোমবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন: ১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী


বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, “বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে অফিশিয়াল পাসপোর্টের ক্ষেত্রে ভিসা ছাড়াও তারা ৩০ দিন সেখানে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবে, এটার জন্য চুক্তি হয়েছে।”


তিনি আরও বলেন, “আগে ২৯টি দেশের সঙ্গে ছিল, এ নিয়ে আমাদের ৩০টি দেশ হলো।”


জেবি/এসবি