হরিণের আক্রমণে সৈনিকের মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


হরিণের আক্রমণে সৈনিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: প্যারাগুয়ের প্রেসিডেন্টের বাসভবনে হরিণের আক্রমণে এক সৈনিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি) বিবিসি এক প্রতিবেদনে জানায়, হরিণের শিঙয়ের গুঁতোয় আহত হয়ে সার্জেন্ট ভিকটর ইসাসি নামে ওই সৈনিকের মৃত্যু হয়। 

ওই হরিণটিকে প্রেসিডেন্টের বাসভবনের জন্য উপহার হিসেবে দেওয়া হয়েছিলো বলেও জানিয়েছে বিবিসি। 

A soldier died after an attack by a deer in the presidential residence of  Paraguay - The Saxon

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, হরিণটিকে সাধারণত অন্যান্য প্রাণীদের সাথে আলাদা জায়গায় রাখা হতো। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সার্জেন্ট ইসাসি প্রেসিডেন্টের বাসভবনে নিয়মিত টহল দিচ্ছিলেন। তিনি প্রথমে হরিণটির কাছে গিয়ে হাত ওঠালে সেটি তাকে আক্রমণ করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ে কর্মরত বন্যপ্রাণী বিষয়ক কর্মকর্তা জানিয়েছেন, হরিণটি ভারতীয় উপমহাদেশে পাওয়া অ্যাক্সিস প্রজাতির। 

তিনি আরও জানান, প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজের বাসভবনে ১০ হেক্টর এলাকা জুড়ে বহু বন্যপ্রাণী উন্মুক্ত অবস্থায় রাখা হয়।