Logo

ইন্টারনেট-ফেসবুক বন্ধে ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৪, ০৪:৫৫
36Shares
ইন্টারনেট-ফেসবুক বন্ধে  ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি
ছবি: সংগৃহীত

এক মাসের জন্যে বিজ্ঞাপনের টাকা মেটাকে যারা পরিশোধ করেছেন,

বিজ্ঞাপন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর  ইন্টারনেট ও ফেসবুক বন্ধ রাখায় ই-কমার্স খাতে এক হাজার ৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর বনানীতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি শমী কায়সার প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

 শমী কায়সার বলেন, “সারাদেশে ইন্টারনেট শাটডাউন, ধীরগতি এবং ফেসবুক-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকার কারণে ব্যবসা-বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে ই-কমার্স ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ই-কমার্স খাতে গত ১২ দিনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। যেখানে প্রথম ১০ দিনেই ক্ষতি হয়েছে ১ হাজার ৪০০ কোটি টাকা।”

বিজ্ঞাপন

ই-ক্যাবের সভাপতি বলেন, “বাংলাদেশে ২০ লাখ উদ্যোক্তা ইন্টারনেটের ওপর নির্ভরশীল। শুধু ফেসবুকভিত্তিক উদ্যোক্তা রয়েছেন ৫ লাখেরও বেশি। তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “ইন্টারনেট চালুর পর ৫ শতাংশের মতো ব্যবসা চালু হলেও এটা কবে নাগাদ স্বাভাবিক হবে, তা আমরা জানি না। তাই তাদের ঘুরে দাঁড়ানোর জন্যে সরকারের কাছে আমরা স্বল্প সুদে ও বিনা জামানতে ঋণ দেওয়ার অনুরোধ করছি।

বিজ্ঞাপন

এ সময় বেশ কিছু সুপারিশ তুলে ধরেন ই-ক্যাবের সভাপতি শমী কায়সার। সেগুলো হলো—

১. ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করে দেওয়া।

বিজ্ঞাপন

২. আর কখনও ফেসবুক ও ইন্টারনেট যেন এভাবে বন্ধ না হয়।

বিজ্ঞাপন

৩. ঋণ পরিশোধে যেন ৬ মাস সময় দেওয়া হয়।

৪. আন্তর্জাতিকভাবে ইতিবাচক ব্রান্ডিং করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৫. বিনা জামানতে ন্যূনতম ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৬. এক মাসের জন্যে বিজ্ঞাপনের টাকা মেটাকে যারা পরিশোধ করেছেন, সেই টাকা যেন ফুল কেটে না নেওয়া হয় মেটার সঙ্গে সে বিষয়ে যোযোগাযোগ করতে হবে।

৭. বিজ্ঞাপনে ১৫ শতাংশ যে ভ্যাট সেটি প্রত্যাহার করতে হবে এবং উদ্যোক্তাদের ট্রেড লাইসেন্সের নবায়ন ফি মওকুফ করতে হবে।

প্রেস কনফারেন্সে  ই-ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা, অর্থ সম্পাদক আসিফ আহনাফসহ পরিচালকরা উপস্থিত ছিলেন।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD