Logo

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট বিসিবির হাতে

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৪, ০১:০৯
54Shares
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার রিপোর্ট বিসিবির হাতে
ছবি: সংগৃহীত

এরকম কিছু হয়েছে, আমরা এটা আশা করিনি। এটা হওয়া উচিত ছিল না।

বিজ্ঞাপন

শিরোপা জেতার স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। শুরু থেকেই দলে টপ অর্ডারের ব্যর্থতা থাকলেও তা কিছুটা কাটিয়ে উঠে সুপার এইট নিশ্চিত করেছিল শান্ত-সাকিবরা। সব মিলিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষ চারের সমীকরণ মেলানোর ম্যাচে বৃষ্টি আইনে ৮ রানে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় টাইগারদের। গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতে জেতার পর সুপার এইটে কোনো জয় পায়নি টিম টাইগার্স। তবে তখন ক্রিকেটারদের মানসিকতা নিয়ে উঠে অভিযোগ। 

এবার জানা গেল, বাংলাদেশে দলের পারফরম্যান্স রিপোর্ট হাতে পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেইসঙ্গে রিপোর্টের কপি পেয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেই রিপোর্ট সম্পর্কে জালাল ইউনুস চৌধুরী বলেন,‘যেহেতু কনফিডেনশিয়াল রিপোর্ট। সভাপতির কাছে দেওয়া হয়েছে। একটা কপি আমিও পেয়েছি। আমাদের মধ্যে আলাপ আলোচনা করা দরকার। আলাপ করার পর আপনাদের বলতে পারব। এখানে একেক জনের একেক রকম মন্তব্য আছে। কোচের একরকম, ম্যানেজারের একরকম। সেজন্য না বসে, আলাপ আলোচনা না করে আপনাদের বলা ঠিক হবে না।’ 

এদিকে গত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার দায় টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের উপর চাপিয়ে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহ। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন সুজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেই ঘটনা নিয়ে জালাল ইউনুস বলেন, আমরা দলের মধ্যে অস্বাভাবিক কোনো পরিস্থিতি আশা করি না। আমরা দলের ড্রেসিংরুমকে স্বাস্থ্যকর দেখতে চাই। এরকম কিছু হয়েছে, আমরা এটা আশা করিনি। এটা হওয়া উচিত ছিল না। এ দু’জনের মধ্যে আগে কিন্তু সম্পর্ক ভালো ছিল। পরের দিকে আমরা শুনেছি কী হয়েছে। সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি থাকতে পারে।

বিশ্বকাপ শেষে অনেক আগেই দেশে ফিরেছেন ক্রিকেটাররা। এরই মধ্যে কয়েকজন ক্রিকেটার বিদেশি লিগেও ব্যস্ত সময় পার করছেন। তবে বিশ্বকাপ ব্যর্থতার কথা সহজেই ভুলতে পারেনি ক্রিকেটপ্রেমীরা। 

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD