ভালুকায় আন্দোলনে নিহত এএসআই মুক্তাদীরের স্মরনে দোয়া মাহফিল


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৩ পিএম, ১লা আগস্ট ২০২৪


ভালুকায় আন্দোলনে নিহত এএসআই মুক্তাদীরের স্মরনে দোয়া মাহফিল
ছবি: সংগৃহীত

ভালুকায় কোটা সংস্কার আন্দোলনে নিহত টুরিস্ট পুলিশের এএস আই মুক্তাধীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বৃহস্পতিবার (আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মাসুম আহমেদ ভুইয়া নিহত পুলিশ সদস্যের পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খুজ খবর ও আর্থিক অনুদান প্রদান করেন।  


আরও পড়ুন: জামালপুরে পানিতে ডুবে প্রাণ গেল ৪ জনের


তিনি মুক্তাদির হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত সনাক্ত করে উপযুক্ত শাস্তির নিশ্চয়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজ্বী রফিকুল ইসলাম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক  গোলাম মোস্তফা।


আরও পড়ুন: জামালপুরে বিয়ের আগেরদিন পানিতে ডুবে যুবকের মৃত্যু


এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফি প্রমুখ।


জেবি/এসবি