কালীগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিহত ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪


কালীগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে নিহত ১
ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ট্রাক ও সিএনজির মুখোমুখী সংঘর্ষে একজন নিহত এবং সিএনজি চালকসহ ৫ জন আহত হয়েছেন। 

আরও পড়ুন: কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু


বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে উপজেলার জঙ্গালীয়া ইউনিয়নের দুবুরিয়ার বিশ্বরোড সংলগ্ন স্বপ্নপুরী রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।নিহত শাকিল আহম্মেদ আবেদ (৩৫) কাপাসিয়া থানার তারাগঞ্জ এলাকার একডালা গ্রামের আবির হোসেনের ছেলে।


স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা যায়, শাকিল মতিঝিলে আলিকো ইন্সুইরেন্স কোম্পানির অফিস সহকারী পদে চাকরি করতেন। বড় ভাইয়ের শ্যালিকার বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কালীগঞ্জের মেন্দীপুর গ্রামের যাচ্ছিলেন। সিলেট রাজশাহী গামী সীমা এন্টারপ্রাইজ পরিবহনের একটি ট্রাক দুবুরিয়া এলাকার স্বপ্নপুরি রিসোর্টের সামনে সিএনজি সাথে মুখোমুখী সংঘর্ষ ঘটনা ঘটে। ট্রাকটি মহিষ নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল।


আরও পড়ুন: কালীগঞ্জে মহিলা আওয়ামী লীগ নেত্রীর স্বামী আটক


কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি ‍উদ্ধার করে। এ সময় পুলিশ, সিএনজি ও মহিষ দেখভালকারী আবু তাহেরসহ ঘাতক ট্রাকটি থানায় নিয়ে যায়। তবে ঘটনা স্থানে পুলিশ যাওয়ার আগেই  ট্রাক চালক পালিয়ে যায়।


এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহতাব উদ্দিন বলেন, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। স্বজনদের সঙ্গে আলাপ করে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।


এসডি/