এবার খাবার টেবিলের সেই ভিডিও নিয়ে যা বললেন ৬ সমন্বয়ক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:২২ অপরাহ্ন, ২রা আগস্ট ২০২৪

বেশ কয়েকদিন হেফাজতে থাকার পর বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করেছে গোয়েন্দা শাখা (ডিবি)।
মুক্তির পর শুক্রবার (২ আগস্ট) এক যৌথ বিবৃতি দিয়েছেন তারা। সেখানে ডিবি অফিসে খাবার খাওয়ার বিষয়টিও তারা স্পষ্ট করেছেন তারা। বিবৃতিটি পাঠান সমন্বয়ক আবু বাকের মজুমদার। এতে আরও স্বাক্ষর করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম।
বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি পুলিশ জোরপূর্বক মিন্টো রোডের ডিবি অফিসে তুলে নিয়ে আসে। মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৭ জুলাই সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে সাইন্সল্যাব থেকে এবং ২৮ জুলাই ভোররাতে নুসরাত তাবাসসুমকে বাসা ভেঙে জোরপূর্বক ডিবি অফিসে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: আমাদের আন্দোলন চলবে: সমন্বয়ক হাসনাত
আন্দোলন প্রত্যাহারের বিষয়ে এতে বলা হয়, আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ৬ সমন্বয়ককের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দেইনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না। সারাদেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না। ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। আমাদের ছেড়ে দেবার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে ১৩ ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয়। আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে, দেখা করতে দেওয়া হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্যায়ভাবে সমন্বয়কদের আটক, সারাদেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত ৩০ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচী শুরু করেন। পরবর্তীতে সে খবর জানামাত্র সারজিস আলম, হাসনাত আব্দুলাহ ও নুসরাত তাবাসসুমও অনশন শুরু করেন।’
আরও পড়ুন: ডিবি হেফাজত থেকে বেরিয়েই সারজিসের পোস্ট ‘এ লড়াই চলবে’
অনশনের বিষয়ে এতে বলা হয়, অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয়। প্রায় ৩২ ঘন্টারও অধিক সময় অনশনের পরে ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয়। আমাদেরকে পহেলা আগস্ট দুপুর দেড়টায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। গত সাতদিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি, নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জেবি/আজুবা
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন দিলো সরকার

আগামী মাস থেকে ভাতা পাবেন ‘জুলাই যোদ্ধারা’: উপদেষ্টা

গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশ অন্যতম ভুক্তভোগী রাষ্ট্র: ফরিদা আখতার

টিউলিপ ও তার আইনজীবী বাংলাদেশকে ছোট করছেন : দুদক
