Logo

সাজেকে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৪, ২২:২৩
62Shares
সাজেকে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক
ছবি: সংগৃহীত

গতকাল প্রায় ৩৬০ জনের মতো পর্যটক সাজেকে যান। অন্যদিকে আগের পর্যটক ছিলেন ৪০ জনের মতো

বিজ্ঞাপন

অতিভারী বর্ষণে মাইনি ও চেঙ্গী নদীতে পানি বাড়ায় পাহাড়ি ঢলে জেলার মেরুং ও কবাখালি ইউনিয়ন ও জেলার সদরের ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় তিন শতাধিক পর্যটক।

শনিবার (৩ আগস্ট) পর্যটকদের আটকে থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, গত দুই দিনের টানা বর্ষণের ফলে পাহাড় থেকে নেমে আসা ঢলে এই বন্যার সৃষ্টি হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, গত দুই দিনের টানা বর্ষণে রাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্রে চার শতাধিক পর্যটক আটকা রয়েছে। গতকাল প্রায় ৩৬০ জনের মতো পর্যটক সাজেকে যান। অন্যদিকে আগের পর্যটক ছিলেন ৪০ জনের মতো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরো জানান, আজ বৃষ্টি নেই, তবে সড়কে এখনও প্রচুর পানি রয়েছে। পানি নেমে গেলে বিকেলে পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। সেখানে তাদের প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেবি/আজুবা

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD