Logo

কক্সবাজারের ১৫ খাতে ৮ দিনে ব্যবসায়িক ক্ষতি ৭০০ কোটি টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২ আগস্ট, ২০২৪, ০৫:১১
61Shares
কক্সবাজারের ১৫ খাতে ৮ দিনে ব্যবসায়িক ক্ষতি ৭০০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কক্সবাজারের ১৫ খাতে ৮ দিনে ৭ শত কোটি টাকা ব্যবসায়িক ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কক্সবাজারের ১৫ খাতে ৮ দিনে ৭ শত কোটি টাকা ব্যবসায়িক ক্ষতি হয়েছে। গত ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত এসব ক্ষতি সাধিত হয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করে আইন শৃঙ্খলার উন্নয়নের সুপারিশ ব্যবসায়িদের। একই সঙ্গে ১৫ দিনের ভ্যাট মওকুফ ও কর্মচারিদের জন্য প্রণোদনার দেয়ার দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে এমন তথ্য প্রকাশ করেছেন কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানিয়েছেন, ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ৮ দিনের ব্যবসায়িদের ক্ষতির তথ্য চেয়েছে সরকার। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে ১৫ টি খাতের ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যা লিখিতভাবে সরকারের কাছে পাঠানো হচ্ছে। যেখানে সুপারিশ ও ব্যবসায়িদের দাবি উপস্থাপন করা হবে।

কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর দেয়া তথ্য বলছে, এই ৮ দিনে কক্সবাজারের সাড়ে ৩ শত রেস্তোরায় ২ কোটি ৮০ লাখ, সাড়ে ৪ শত আবাসিক হোটেল, মোটেল গেস্ট হাউসে ৭৪ কোটি ৭০ লাখ, দূরপাল্লায় চলাচলকারি ৯০ টি বাসে ৩ কোটি ৮৯ লাখ, জেলার অভ্যন্তরের চলাচলকারি ১৬০ টি বাসে ৭৭ লাখ, ভোগ্যপণ্যের ১ হাজার দোকানে ৪০ কোটি, ২ হাজার অন্যান্য দোকানে ৪ কোটি ৮০ লাখ, নিমার্ণ সামগ্রীর ৭ শত দোকানে ৩৫ কোটি, ঠিকাদারি প্রতিষ্ঠানের ১৪৮ কোটি, উৎপাদনশীল প্রতিষ্ঠানের ৪ কোটি ৮ লাখ, ৫ শত বামির্জ মাকের্টের দোকানে ২০ কোটি, মোবাইল ব্যাংকিং নগদ, বিকাশ সহ অন্যান্য ৮ হাজার প্রতিষ্ঠানের ৩২০ কোটি, মৎস্য খাতে ২৫ কোটি ২০ লাখ, মোবাইল সেটের ৫ শত দোকানে ৮ কোটি, পোল্টি ফার্মে ৫ কোটি ২০ লাখ এবং ৩২ টি জ্বালানী তেল, ৫৫ টি এলপিজি গ্যাস পাম্পে ৩ কোটি টাকা ক্ষতি সাধিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা জানান, এসব খাতে এখনও ক্ষতি অব্যাহত রয়েছে। বিশেষ করে পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমুহ ধারাবাহিক ক্ষতি হচ্ছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরি করে আইন শৃঙ্খলার উন্নয়নের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ১৫ দিনের ভ্যাট মওকুফ ও কর্মচারিদের জন্য প্রণোদনার দেয়ার দাবি জানানো হয়। আলোচনা সভায় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD

কক্সবাজারের ১৫ খাতে ৮ দিনে ব্যবসায়িক ক্ষতি ৭০০ কোটি টাকা