আমি কথা দিচ্ছি এই বাংলায় ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে: সারজিস আলম

তিনি ইতোমধ্যে সপরিবারে দেশ থেকেও পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
‘আমি কথা দিচ্ছি এই বাংলায় ছাত্রলীগের নাম মুছে ফেলা হবে।’ এমনটাই বলছেনবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (৫ আগস্ট) সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এদিক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তিনি ইতোমধ্যে সপরিবারে দেশ থেকেও পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মা আর রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়
বিবিসির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন। সাথে তার বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বর্তমান সংকট নিরসনে দেশের সব রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলোচনা চলছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা, যাবেন লন্ডনে
আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, সংঘাত সহিংসতা পরিহার করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। আইএসপিআরের পরিচালক শাম্মী আহমেদ বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেনাপ্রধানের বৈঠক চলছে। ফলে বেলা ৩টায় সেনাপ্রধানের নির্ধারিত জাতির উদ্দেশে ভাষণ আরো কিছুটা পেছাতে পারে।
বিজ্ঞাপন
জেবি/এসবি








