অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন কারা? যা জানালেন সমন্বয়ক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪


অন্তর্বর্তীকালীন সরকারে থাকছেন কারা? যা জানালেন সমন্বয়ক
ফাইল ছবি

বহুল আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন, সে বিষয়ে স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।


নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে। তবে এই সরকারে আরও কারা থাকছেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। এবার সেই তা নিয়ে মুখ খুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।


আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের শপথ আজ


বৃহস্পতিবার (৮ আগস্ট) সোস্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে আসিফ জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা যাবেন সমাজের প্রায় অনেক শ্রেণি-পেশার মানুষ।


আরও পড়ুন: ব্যাংক থেকে এক লাখের বেশি টাকা তোলা যাবে না আজ


ফেসবুক পোস্টে আসিফ লেখেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।”


এর আগে, গতকাল বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, ‘ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’


জেবি/এসবি