আখাউড়ার শাহপীর কল্লা শহীদ (রহ.) ওরস স্থগিত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৪


আখাউড়ার শাহপীর কল্লা শহীদ (রহ.) ওরস স্থগিত
ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ঐতিহ্যবাহী শাহপীর কল্লা শহীদ (রহ.) মাজারে এবার ওরস অনুষ্ঠিত হচ্ছে না। 


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গুটিদাড়া খেলা অনুষ্ঠিত


শুক্রবার (৯ আগস্ট) সকালে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে খড়মপুর মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাজারে আসা ভক্তবৃন্দ ও আশেকানদের আগামী এক সপ্তাহ মাজারে না আসার জন্য অনুরোধও করেন তিনি।


হযরত শাহ ছৈয়দ আহাম্মদ গেছুদারাজ প্রকাশ্য হযরত শাহপীর কল্লা শহীদ (রহ.) এর বার্ষিক পবিত্র ওরশ মোবারক প্রতিবছর ১০আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের আইনশৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ুন: ফের গরমে বেঁকে গেছে সেই ব্রাহ্মণবাড়িয়ার রেললাইন


এসময় খড়মপুর মাজার পরিচালনা কমিটিরসহ সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ খাদেম শিরু, সদস্য রুস্তম কামরান খাদেম, দুলাল মোল্লা খাদেম, সাইফুল ইসলাম খাদেম রুজভেল্ট, সোহেল খান খাদেম সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এসডি/