ড. ইউনূসকে স্বাগত জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ পিএম, ১০ই আগস্ট ২০২৪

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
শনিবার (১০ আগস্ট) সোশ্যাল মিডিয়া এক্স বার্তায় তিনি বলেন, “আমি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ড. মুহাম্মদ ইউনূসের শপথ গ্রহণকে স্বাগত জানাই।”
আরও পড়ুন: ড. ইউনূসকে অভিনন্দন জানালেন এরদোগানপত্নী
এসময় মার্কিন যুক্তরাষ্ট্র স্থির ও শান্তির জন্য ড. ইউনূসের আহ্বানকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কারণ এটি বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখায়।
আরও পড়ুন: শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে: মমতা
উল্লেখ্য, গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আফগানিস্তানে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তার কার্গো ফ্লাইট

ফেসবুক পোস্টে বাংলাদেশ পুলিশের জরুরি ঘোষণা
