Logo

সিরাজগঞ্জ শ্রমিক দলের সভাপতি মজিদ আর নেই

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৪, ০৩:২১
64Shares
সিরাজগঞ্জ শ্রমিক দলের সভাপতি মজিদ আর নেই
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ,

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মজিদ (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (১১ জুলাই) ভোর ৩টা ৩০ মিনিটে অসুস্থ অবস্থায় তার নিজ বাড়িতে মৃত্য বরণ করেন। মরহুম মজিদ ৪ ছেলে ২ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যু তে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে আব্দুস সামাদ সায়েম, মরহুম মজিদের বড় ছেলে ঢাকা মিরপুর ১ এর ১২ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মনসুর রহমান তার বাবার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানাজা নামাজে জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট মোকাদ্দেস আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলম, সাংগঠনিক সম্পাদক শিপু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সদর থানা যুবদলের সভাপতি বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর শাকিল, কেন্দ্রীয় শ্রমিক দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অদুত, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ওহাব, সাংগঠনিক সম্পাদক মনির, যুগ্ম সাধারণ সম্পাদক জেল হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজ, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ অসংখ্য তার শুভাকাঙ্খীরা জানাজা নামাজে উপস্থিত ছিলেন। 

রবিবার বাদ যোহর সয়াধানগড়া-মাছিমপুর ঈদগায় মাঠে জানাজা শেষে বাদ মালশাপাড়া কবরস্থানে তার দাফনকার্য্য সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD