চুয়াডাঙ্গায় জমি দখল ও বাড়িতে হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের

হামলাকারীদের মধ্যে আশরাফ নামের একজনকে সনাক্ত করা গেছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
চুয়াডাঙ্গায় জমি দখল ও বাড়িতে হামলার বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
রবিবার (১১ আগস্ট) ভুক্তভোগী নারী মোছা. মর্জিনা বেগম অভিযোগে উল্লেখ করেন, আমার একটি জমি যা ভিমরুল্লাহ প্রাইমারি স্কুলের পাশে অবস্থিত, উক্ত জমি নিয়ে বর্তমানে আদালতে একটি মামলা চলমান আছে এবং উভয় পক্ষ থেকে ইনজাঙ্কশন জারি করা হয়েছে। কিন্তু, মামলার বিবাদী পক্ষ কামাল ও রাজন জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক ওই জমি দখল করেছে। আমি ও আমার পরিবার যখন এই বিষয়ে বাধা দিতে যাই, তখন তাদের নির্দেশে ৫ থেকে ৬ জন তাদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীদের মধ্যে আশরাফ নামের একজনকে সনাক্ত করা গেছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী মোছা. মর্জিনা বেগম সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জের নিকট তার পরিবারের নিরাপত্তা এবং জমির অধিকার রক্ষার্থে সুবিচার কামনা করেছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেছেন।
বিজ্ঞাপন
জেবি/এসবি
বিজ্ঞাপন








