চুয়াডাঙ্গায় জমি দখল ও বাড়িতে হামলার বিরুদ্ধে অভিযোগ দায়ের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ১১ই আগস্ট ২০২৪

চুয়াডাঙ্গায় জমি দখল ও বাড়িতে হামলার বিরুদ্ধে ভুক্তভোগী এক নারী সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
রবিবার (১১ আগস্ট) ভুক্তভোগী নারী মোছা. মর্জিনা বেগম অভিযোগে উল্লেখ করেন, আমার একটি জমি যা ভিমরুল্লাহ প্রাইমারি স্কুলের পাশে অবস্থিত, উক্ত জমি নিয়ে বর্তমানে আদালতে একটি মামলা চলমান আছে এবং উভয় পক্ষ থেকে ইনজাঙ্কশন জারি করা হয়েছে। কিন্তু, মামলার বিবাদী পক্ষ কামাল ও রাজন জমির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক ওই জমি দখল করেছে। আমি ও আমার পরিবার যখন এই বিষয়ে বাধা দিতে যাই, তখন তাদের নির্দেশে ৫ থেকে ৬ জন তাদের বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীদের মধ্যে আশরাফ নামের একজনকে সনাক্ত করা গেছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আন্তঃজেলা প্রতারক চক্রের প্রধান রিপন নকল সোনার কয়েনসহ গ্রেফতার
ভুক্তভোগী নারী মোছা. মর্জিনা বেগম সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জের নিকট তার পরিবারের নিরাপত্তা এবং জমির অধিকার রক্ষার্থে সুবিচার কামনা করেছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেছেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
