অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৭০ আইন কর্মকর্তার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলসহ মোট ৭০ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন।
সোমবার (১২ আগস্ট) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: পত্রিকায় রাজনৈতিক কার্টুন দেখতে চান তারেক রহমান
জানা গেছে, কার্যালয়ে ২১৫ আইন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে থেকে এখন পর্যন্ত ৭০ জন পদত্যাগ করেছেন।
এর আগে, বুধবার (৭ আগস্ট) প্রথমে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ (এসকে) মোর্শেদ পদত্যাগপত্র জমা দিয়েছেন। এরপর অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন পদত্যাগ করেন।
আরও পড়ুন: ছাত্র-জনতার বিপ্লব ব্যর্থ করতে পরাজিতরা চক্রান্ত করছে: মির্জা ফখরুল
এরপর বৃহস্পতিবার (৮ আগস্ট) আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী পদত্যাগ করেছেন। ওইদিন সকালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল অফিসে তারা পদত্যাগপত্র জমা দেন।
জেবি/এসবি