আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:১৩ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৪


আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে ৫৭ বাংলাদেশি শ্রমিকের। এবার তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার।


সোমবার (১২ আগস্ট) মিশন চিফ মুহাম্মদ মিযানুর রহমান সই করা এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়।


আরও পড়ুন: ২৫ দপ্তরের সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস


এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অ্যাম্বেসি।


আরও পড়ুন: সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ


উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে দুবাইতে বিক্ষোভ করেন সেখানকার ৫৭ বাংলাদেশি শ্রমিক। গেল ২০ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। দুইদিন পর তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন সেখানকার আদালত।


প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের বিক্ষোভ আইনত নিষিদ্ধ।


জেবি/এসবি