Logo

আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০৪:৪৩
75Shares
আরব আমিরাতে ৫৭ বাংলাদেশিকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ
ছবি: সংগৃহীত

মিশন চিফ মুহাম্মদ মিযানুর রহমান সই করা এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে ৫৭ বাংলাদেশি শ্রমিকের। এবার তাদের মুক্তির জন্য আইনজীবী ওলোরা আফরিনকে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১২ আগস্ট) মিশন চিফ মুহাম্মদ মিযানুর রহমান সই করা এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে আইনজীবী ওলোরা আফরিনকে সাহায্য করবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অ্যাম্বেসি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে দুবাইতে বিক্ষোভ করেন সেখানকার ৫৭ বাংলাদেশি শ্রমিক। গেল ২০ জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় দুবাই, শারজাহ ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় তাদের আটক করা হয়। দুইদিন পর তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর এবং বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন সেখানকার আদালত।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতে সব ধরনের বিক্ষোভ আইনত নিষিদ্ধ।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD