Logo

কর্মবিরতি শেষে কাজে ফিরলেন আখাউড়া থানা পুলিশের সদস্যরা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৪, ০৪:৫৫
53Shares
কর্মবিরতি শেষে কাজে ফিরলেন আখাউড়া থানা পুলিশের সদস্যরা
ছবি: সংগৃহীত

আমরা স্বাধীন কমিশন চাই, কোন গোষ্ঠীর অধীনে কাজ করতে চাই না

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতি শেষ করে কাজে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের সদস্যরা।

সোমবার (১২ আগষ্ট) সকাল থেকে সেনাবাহিনীর সহযোগীতায় পুলিশের ইউনিফর্মে থানার কার্যক্রম শুরু আখাউড়া থানা পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আপনারা জানেন এতদিন পুলিশ কর্মবিরতি পালন করেছে।  আমরা যারা পুলিশে চাকরি করি, আমাদের মন মানসিকতা ও চিন্তা চেতনা আছে জনগনের সাথে কাজ করার। আমরা স্বাধীন কমিশন চাই, কোন গোষ্ঠীর অধীনে কাজ করতে চাই না। আমরা বাংলাদেশ পুলিশ স্বাধীনভাবে জনগনের কল্যাণে কাজ করতে চাই।  

অফিসার ইনচার্জ আরও বলেন, আমাদের কিছু দাবি ছিল ইতিমধ্যে অন্তরর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দাবিতে সম্মতি জ্ঞাপন করেছেন। এই জন্য আমরা সোমবার থেকে পুলিশং কার্যক্রম শুরু করেছি। আমরা আশা করব থানার অধীনস্থ সুশীল সমাজ ও ছাত্র সমাজ যারা রয়েছে জনকল্যান সহ সকল ধরনের কাজে আমাদের পুলিশকে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় অফিসার ইনচার্জ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দূর্যোগ সময়ে সেনাবাহিনী যে ভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করেছে সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD