ফেসবুক স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করলেন জামায়াতের আমির

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ড পর্যায়ের নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে পদত্যাগের বিষয়টি জানান মো. দ্বীন ইসলাম শুভ। তিনি মহিপুর থানার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বাইতুল মাল বা অর্থবিষয়ক দায়িত্বেও ছিলেন।
স্ট্যাটাসে মো. দ্বীন ইসলাম শুভ উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন। ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আদর্শ থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল। তবে পরবর্তীতে দলীয় পর্যায় থেকে পাওয়া কিছু দিকনির্দেশনা ও বক্তব্য তার ব্যক্তিগত আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হয়েছে। এই পরিস্থিতিতে তিনি জামায়াতের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান।
বিজ্ঞাপন
এ বিষয়ে মহিপুর সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. তোফাজ্জল সিপাহি বলেন, ৫ আগস্টের পর অনেক নতুন কর্মী সংগঠনে যুক্ত হয়েছেন, তাদের মধ্যে শুভও ছিলেন। শুরুতে তাকে ইউনিয়ন পর্যায়ে বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে ৭ নম্বর ওয়ার্ডের আমীর হিসেবে দায়িত্ব পান তিনি।
তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তার কিছু ঘাটতি ছিল বলেও মন্তব্য করেন তিনি। পদত্যাগের প্রকৃত কারণ সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি বলে জানান ইউনিয়ন জামায়াতের এই নেতা।








