ইসরায়েলে বন্ধুকধারীর হামলায় ৫ জন নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইসরায়েলে বন্ধুকধারীর হামলায় ৫ জন নিহত

ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় মঙ্গলবার (২৯ মার্চ) তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে হামলার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের। 

ইসরায়েলের টেলিভিশন স্টেশনগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরিহিত একজন ব্যক্তি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানীর একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এসময় তিনি অ্যাসল্ট রাইফেল তাঁক করে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এবং তারপর রাস্তায় এবং একটি গাড়িতে থাকা মানুষজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই ব্যক্তি।

ম্যাগেন ডেভিড অ্যাডোম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, ওই দুর্বৃত্তও নিহতে হয়েছেন। তবে, কে বা কারা তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এর আগে গত মঙ্গলবার ও রোববার ইসরায়েলি আরবদের হামলায় ছয়জন নিহত হয়েছে।

গত ২২ মার্চ ছুরিকাঘাতে এবং গাড়ির ধাক্কায় চার ইসরায়েলিকে হত্যা করে একজন ইসরায়েলি আরব। তিনি একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার জন্য কারাবন্দি হয়েছিলেন।

এ ছাড়া গত ২৭ মার্চ দেশটির উত্তরাঞ্চলীয় শহর হাদেরায় ইসরায়েলে বন্ধুকধারীর হামলায় দুই পুলিশ নিহত হয়েছে।

ওআ/