Logo

হত্যামামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ আগস্ট, ২০২৪, ২৩:১৬
352Shares
হত্যামামলায় আলোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে

বিজ্ঞাপন

রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলায় বাংলাদেশ সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া আরোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল।

এর আগে মঙ্গলবার (১৩ আগস্ট) সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতারের দাবি জানায় গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’। একই সঙ্গে সংগঠনটি জিয়াউল আহসানসহ দায়ীদের বিরুদ্ধে মামলা করবে বলেও জানিয়েছিল। আর গত ৬ আগস্ট তার খোঁজে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়। তবে ফ্লাইটে তল্লাশি করে মেজর জেনারেল জিয়াউল আহসানকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, সেনাবাহিনীর এই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনাকে সহযোগিতা দেওয়ার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিরোধী নেতারা।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD