Logo

আগামীকাল থেকে ক্লাসে ফিরবেন আন্দোলনরত শিক্ষকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর, ২০২৫, ১৩:১৭
15Shares
আগামীকাল থেকে ক্লাসে ফিরবেন আন্দোলনরত শিক্ষকরা
ছবি: সংগৃহীত

দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সরকার বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অর্থ দুই ধাপে প্রদান করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের এই ঘোষণার পর আন্দোলনরত শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়, চলতি অর্থবছরেই শিক্ষক ও কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন। আর বাকি ৭.৫ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী জানিয়েছেন, “সরকার আমাদের দাবি আংশিকভাবে মেনে নিয়েছে। তাই আমরা বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরব।”

বিজ্ঞাপন

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, “এমপিওভুক্ত শিক্ষকদের দাবি ছিল যথার্থ। তবে সরকারের আর্থিক পরিস্থিতি বিবেচনায় একসঙ্গে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আশা করি, এই সিদ্ধান্তের ফলে শিক্ষকরা ক্লাসে ফিরবেন এবং শিক্ষার মান আরও উন্নত হবে।”

এর আগে গত কয়েকদিন ধরে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। আন্দোলনের অংশ হিসেবে তারা ‘ভুখা মিছিল’ নিয়ে শিক্ষা ভবনের দিকে যাত্রা করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। পরে শিক্ষকরা শহীদ মিনারে ফিরে এসে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সরকার বাড়ি ভাড়া মাত্র ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা দেয়, যা শিক্ষকরা প্রত্যাখ্যান করে নতুন আন্দোলনের ডাক দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠায়। অবশেষে সরকারের নতুন সিদ্ধান্তে ১৫ শতাংশ বৃদ্ধির মাধ্যমে সংকটের সমাধান হলো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD