এআই অপব্যবহার ঠেকাতে শুধু নীতিমালা নয়, দরকার পরামর্শ: সিইসি

নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে শুধু নীতিমালা প্রণয়ন নয়, বরং বাস্তবভিত্তিক পরামর্শ ও কার্যকর দিকনির্দেশনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
রবিবার (২১ অক্টোবর) সকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, “এআই এখন বৈশ্বিক বাস্তবতা, তবে এর অপব্যবহারও বিশ্বজুড়ে উদ্বেগের কারণ। নির্বাচনে অপতথ্য বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানোর ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।”
সিইসি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে এআই ও অপতথ্যের অপব্যবহার রোধে বিশেষ কৌশল নির্ধারণে কাজ শুরু করেছে। এ জন্য শিগগিরই একটি বিশেষ সেল (কেন্দ্র) গঠন করা হবে, যা অনলাইন কনটেন্ট পর্যবেক্ষণ ও অপতথ্য প্রতিরোধে ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “দূর্গম এলাকা বা তথ্যপ্রবাহ সীমিত অঞ্চলেও এই ধরনের অপতথ্য রোধে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া প্রয়োজন। কেবল পলিসি গাইডলাইন নয়, কীভাবে কার্যকরভাবে তা বাস্তবায়ন করা যায়, সেটিই এখন বড় চ্যালেঞ্জ।”
সিইসি উল্লেখ করেন, এবারের জাতীয় নির্বাচনকে প্রযুক্তিগতভাবে স্বচ্ছ রাখতে এআই-সংশ্লিষ্ট ঝুঁকি অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনকালীন সময়ে ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভোটারদের মতামতে প্রভাব ফেলতে পারে - এমন আশঙ্কা থেকেই ইসি এখন আগাম প্রস্তুতি নিচ্ছে।
বিজ্ঞাপন
কর্মশালায় সরকারি বিভিন্ন সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। তারা এআই-ভিত্তিক অপতথ্য শনাক্তকরণ, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।