তুরস্কের পার্লামেন্টে হট্টগোল, এমপিদের মারামারি-হাতাহাতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪
ত্রুস্কের পার্লামেন্টে বিরোধী দলীয় এমপিদের সরকার দলীয় এমপিদের মধ্যে ব্যাপক হাতাহাতি-মারামারি হয়েছে। মারামারির পর পার্লামেন্টের মেঝের একাধিক স্থানে রক্ত দেখা গেছে।
শুক্রবার (১৬ আগস্ট) তুরস্কের পার্লামেন্টের অধিবেশন ছিল। সেই অধিবেশনে বিরোধীদলীয় এমপি আহমেত সিকের বক্তব্য থেকে গণ্ডগোলের সূত্রপাত হয়। তিনি তার বক্তব্যে কারাবন্দি এমপি ক্যান আতালায়ের মুক্তি দাবি করেন। এই দাবি জানানোর পর বক্তব্য চলমান থাকার মধ্যেই তার দিকে তেড়ে আসেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের নেতৃত্বাধীন একেপি পার্টির কয়েকজন এমপি। আহমেত সিককে উপর্যুপরি কিল-চড়-ঘুষি মারতে থাকেন তারা।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূসকে কানাডার সমর্থন
এ সময় আহমেত সিককে বাঁচাতে এগিয়ে আসেন অন্যান্য বিরোধী এমপিরা। একেপি পার্টির এমপিরাও জড়ো হতে থাকেন এবং একসময় এই সমবেত এমপিরা নিজেদের মধ্যে তুমুল মারামারি শুরু করেন।
সরকারবিরোধী আন্দোলন এবং সরকার পতন সংক্রান্ত ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে কারাগারে রয়েছেন ক্যান আতালায়। ২০২২ সালে তাকে ১৮ বছর কারাবাসের সাজা দিয়েছে আদালত। ২০১৩ সালে তুরস্কজুড়ে যে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনেও সামনের সারিতে ছিলেন আতালায়।
আরও পড়ুন: ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
হাতাহাতিতে আহত হয়েছেন তুরস্কের বিরোধী দল ডিইএম পার্টির সংসদীয় দলের নেত্রী গুলিস্তান কোকিগিতও। সাংবাদকিদের তিনি বলেন, “আজকের এই ঘটনায় এটা স্পষ্ট যে আমাদের আঘাত করার পরিকল্পনা তাদের (একেপি পার্টি) আগে থেকেই ছিল এবং তারা সম্পূর্ণ প্রস্তুত হয়ে এসেছিল।
আরএক্স/