কক্সবাজারে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

কক্সবাজার শহরে এলাকায় গরু চুরির অপবাদে এক যুবককে ধরে নিয়ে রাতভর পিটিয়ে হত্যা
বিজ্ঞাপন
কক্সবাজার শহরে এলাকায় গরু চুরির অপবাদে এক যুবককে ধরে নিয়ে রাতভর পিটিয়ে হত্যা করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার সদর হাসপাতালে এই যুবকের মরদেহ পাওয়া গেছে।
নিহত যুবক সাজ্জাদ হোসেন সুনিয়া (২১) কক্সবাজার পৌরসভার মধ্যম কলাতলী এলাকার মোহাম্মদ আলমের ছেলে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিহত সাজ্জাদের বউ শাহনাজ পারভীন জানান, শুক্রবার দুপুর ২টার দিকে সৈকত পাড়া এলাকার বাসিন্দা নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গিয়ে সাজ্জাদকে তুলে নিয়ে আসে। পরে সেখানে গরু চুরির অপবাদে রাতভর পৈশাচিক নির্যাতন করে। পরে রাতে তাকে ছাড়িয়ে আনতে স্বজনরা যোগযোগ করলে ১ লাখ টাকা দাবি করা হয়। ভোর ৫টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে এবং বলে তার স্বামীকে মর্গে রাখা হয়েছে।
সাজ্জাদের মা সাহেরা খাতুন জানান, তার ছেলে কোনো দোষ না করা স্বত্বেও সৈকত পাড়ার নূর আহমেদ ও তার পরিবারের সদস্যরা তুলে নিয়ে যায়। পরে আমরা গেলে আমাদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ছেলে গরু চুরি করেছে অপবাদ দেয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, হত্যার বিষয়টি আমরা খবর পেয়েছি। ইতোমধ্যে নিহতদের সুরেতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে লিখিত এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসডি/