বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নিহত আলামীনের হত্যার বিচার চায় তার পরিবার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে নিহত আলামীনের হত্যার বিচার চায় তার পরিবার
ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলন শেষে বিজয় মিছিলে গিয়ে গুলিতে নিহত হন শরীয়তপুরের মীর মোহাম্মদ আল-আমীন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, শহীদের তালিকায় নাম, পরিবারের ভরনপোষণ ও হত্যাকারীর বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সভা করেছেন নিহতর পরিবার ও শিক্ষার্থীরা।


আরও পড়ুন: শরীয়তপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়


রবিবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মিলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সরকারি নিয়ম অনুযায়ী সবধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 

আল-আমীনের বোন আফলান সিনথিয়া জানান, তারা তিন ভাই এক বোন। গত পাঁচ মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন আল-আমীন। তিনি ঢাকাতে থাকতেন। গত ৫ আগস্ট সাভারে বৈষম্য বিরোধীআন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন আল-আমীন। আন্দোলনে গিয়ে লাইভে ছিলেন তিনি। হঠাৎ লাইভ বন্ধ হয়ে নিখোঁজ হয়ে যায়। সব যায়গায় খুঁজেও তাকে পায়নি পরিবার। পরে ১২ দিন পর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে তাঁর মরদেহ খুঁজে পায়।  


আরও পড়ুন: শরীয়তপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল


মীর মোহাম্মদ আল-আমীন (২৯) শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারি ইউনিয়নের দক্ষিণ মগর এলাকার ইসমাইল মীর মালত ও জিয়াসমিন বেগম দম্পত্তির বড় ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।


এসডি/