ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৪
ভারতের পশ্চিমবঙ্গের মালদহে দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারার পর ঘটনা স্থানে ৫ জনের মৃত হয় এবং মালদহ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত হয়।
আরও পড়ুন: ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন: মোদি
শনিবার (১৭ আগস্ট) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মালদহে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৬ জন নিহত হয়েছে, আহত আরও একজন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে যদুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তগর্ত গৌড়বঙ্গ স্টেশনের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারে।
আরও পড়ুন: ভারতের বর্ডার খুলে দেওয়ার গুজবে হিন্দুদের ভিড়
ধাক্কার অভিঘাতে গাড়ির সামনের সম্পূর্ণ অংশ দুমড়ে মুচড়ে যায় এবং লরিটি পাশের নয়ানজলিতে পড়ে যায়। গাড়িটিতে চালকসহ ৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই মারা যান। আহত ২ জনকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে।নিহত ব্যক্তিরা প্রত্যেকেই মালদহের বাসিন্দা। নিহতদের বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়।
এসডি/