Logo

এবার লন্ডনে শুটিংয়ে ব্যস্ত সিনেমাটোগ্রাফার মিঠু মনির

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৪, ০৩:৫৩
এবার লন্ডনে শুটিংয়ে ব্যস্ত সিনেমাটোগ্রাফার মিঠু মনির
ছবি: সংগৃহীত

তাছাড়া বৈশাখী টেলিভিশনের সুপার হিট সিরিয়াল ‘হাবুর স্কলারশিপ’।

বিজ্ঞাপন

এই সময়ের ব্যস্ত সিনামাটোগ্রাফার মিঠু মনির এবার শুটিং করছেন লন্ডনে।  তিনি বাংলাদেশে যেমন ব্যস্ত থাকেন নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ ও ফিল্মের শুটিং নিয়ে তার ধারাবাহিকতায় বিভিন্ন দেশেও নিয়মিত শুটিং করছেন। এবারের শুটিং করতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। 

মুঠোফোনে দৈনিক জনবাণীকে জানালেন, এবারের শুটিংয়ে ২টা সাত পর্বের নাটক কিছু একক নাটক ও ধারাবাহিক নাটকের শুটিং করবেন লন্ডনে । নাটকগুলো রচনা করেছেন ইউসুফ আলী খোকন  ও পরিচালনায় ছিলেন ‘আল হাজেন’। সাত পর্বের নাটক গুলোর নাম হলো ‘লন্ডনী জামাই’ ও  ‘জার্নি টু লন্ডন’। তাছাড়া বৈশাখী টেলিভিশনের সুপার হিট সিরিয়াল ‘হাবুর স্কলারশিপ’। 

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশের শুটিং করেছেন তবে এবারের লন্ডনের শুটিংয়ের অভিজ্ঞতা ছিল অন্যান্য দেশে তুলনায় আলাদা । কারণ একটা সময় ছিল এই ব্রিটিশরা সারা বিশ্ব শাসন করতো যে প্যালেস থেকে আজ ‘মিঠু মনির’ সেই ব্র্যাকিংহ্যাম প্যালেসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের নাটক শুটিং করছেন। মিঠু মনির বলেন, লন্ডনে বিখ্যাত কিছু লোকেশনে শুটিং করেছি যেমন- ব্রাকিংহাম প্যালেস, সেন্ট্রাল লন্ডন, টাওয়ার ব্রিজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ,সারলোক হোমসের বাড়ির সামনে সহ বিভিন্ন দৃষ্টি নন্দ স্থানে শুটিং করছি । 

বিজ্ঞাপন

তবে বিদেশে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি দেশে যেমন আমরা শুটিং করি সেটে সবকিছু এরেঞ্জ থাকে ইউনিটে ৪০ থেকে ৫০ জন লোক কাজ করে । কিন্তু বিদেশের ক্ষেত্রে তার উল্টাটা,  ভিসা জটিলতার কারণে খুবই সামান্য যেমন ১০ থেকে ১২ জনের টিম নিয়ে কাজ করতে হয়, অনেক কষ্ট করতে হয় তারপরও আলাদা একটা শান্তি অনুভব করি বিদেশে শুটিং করতে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এবারের শুটিংয়ে আমাদের সাথে আর্টিস্ট হিসেবে ছিলেন- রাসেল সীমান্ত , অহনা রহমান, তানজিকা আমিন, মিরাজ খান রাজ  ও লন্ডনের কিছু বাঙালি শিল্পী অভিনয় করেছেন। লন্ডনে আমাদের শুটিং হয়েছে মোট ২০ দিনের মত তারপর আবার দেশে এসে নিয়মিত শুটিং শুরু করব আমি। 

বিজ্ঞাপন

মিঠু মনির আরও বলেন, ভিজুয়াল কথা যদি বলি ক্যামেরা দিয়ে যেদিকে ফ্রেম ধরি সেদিকেই সুন্দর লাগে পরিষ্কার পরিচ্ছন্ন শহর তাই তো খুবই সুন্দর ভিজুয়ালে এর কাজ হয়েছে নাটকগুলোতে । একটা বিষয় খুব দারুণ লাগছে যে বাংলাদেশে আউটডোর শুটিং করতে গেলে যেমন অনেক মানুষ ক্যামেরার দিকে তাকিয়ে থাকে কিন্তু বিদেশের ক্ষেত্রে তার উল্টাটা  হাজার হাজার মানুষ ফ্রেমের মধ্যে থাকলেও সবাই যার যার মত ব্যস্ত কেউ ক্যামেরায় তাকায় না, আমার কাছে বিষয়টা দারুণ লাগছে । আমি গুণী পরিচালক ‘আল হাজেন’ ভাইয়ের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করছি আমার উপর আস্থা রাখার জন্য। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD