Logo

বিআরটিএ-তে কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না: অমিতাভ রেজা

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৪, ০২:৫১
87Shares
বিআরটিএ-তে কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না: অমিতাভ রেজা
ছবি: সংগৃহীত

মিল নাই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকার লুটের।

বিজ্ঞাপন

দীর্ঘ একমাস বন্ধ থাকার পর আজ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা কার্যক্রম শুরু হয়েছে। আর এ দিনে সেবা নিয়েছেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নিজের অভিজ্ঞতা।

অমিতাভ রেজা লিখেছেন, “বিআরটিএ-তে গেলাম আজ। পাঁচ মিনিটে কাজটা হয়ে গেল। সবাই নিয়ম মতো কাজ করছে মনে হলো, দৃশ্যত কোনো দালাল জাতীয় মাল দেখা গেল না। ভালোই লাগলো।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, “কিন্তু সমস্যা হলো সবার মন খারাপ। কারণ হয়তো একটাই। তারা প্রতিদিনের যে উপরিটা পেত, যেটা দিয়ে বাজার করে নিয়ে যেত। পাঙ্গাস মাছটা কিংবা ছেলের জন্য আইসক্রিম কেক, সেই কেকটা মনে হয় আপতত হচ্ছে না।”

পরিচালক লিখেছেন, “মানবিক মর্যাদা নিয়ে বাঁচার জন্য তাদের যে বেতন আর দ্রব্যমূল্য তার কোনো মিল নাই। মিল নাই ৫০০ কোটি ডলারের, হাজার কোটি টাকার লুটের।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অমিতাভ রেজা আরও লিখেছেন, “ট্রাফিক জ্যাম দেখে মন খারাপ কইরেন না, ন্যায় বিচার আর সামাজিক মর্যাদার পক্ষে থাকেন। বেশি জ্যামে পড়লে আয়নাঘরের বিবরণ শোনেন, দেখবেন হাঁ হুতাশ করবেন না, জ্যামও এখন ভালো লাগবে।”

প্রসঙ্গত, এর আগে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই ক্ষতিগ্রস্ত হয় বিআরটিএর কেন্দ্রীয় ডেটা সেন্টার, পুড়ে যায় ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার। যার কারণে বন্ধ হয়ে যায় সেবাদান কার্যক্রম।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD