কক্সবাজারে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪
ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে কক্সবাজারে কর্মরত সাংবাদিকেরা।
আরও পড়ুন: কক্সবাজারে সাবেক হুইপ, জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল তিনটায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রতিবাদী এ কর্মসুচীর আয়োজন করা হয়।
এ সময় বক্তারা সমাবেশে ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
কর্মসুচীতে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালেরকন্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি আয়ুবুল ইসলাম, বাংলানিউজ টোয়েন্টিফোরডটকমের স্টাফ করেসপন্ডেন্ট সুনীল বড়ুয়া ও ডেইলী সান পত্রিকার প্রতিনিধি নেছার আহমেদ, নিউজটোয়েন্টিফোরের সিয়াম সোহেল ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
আরও পড়ুন: কক্সবাজারে ‘বিদ্যুৎস্পৃষ্ট’ বন্যহাতির মৃত্যু
প্রসঙ্গত গত সোমবার (১৯ আগস্ট) বিকালে ঢাকার ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে অবস্থিত ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, রেডিও ক্যাপিটালসহ বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।
এসডি/