শিক্ষার্থীদের ব্যতিক্রমী অঙ্কনে সেজেছে জরাজীর্ণ দেয়াল
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:১০ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪
এক সময়ের বিভিন্ন রাজনৈতিক পোস্টার আর বিজ্ঞাপনে ঢেকে থাকা শেওলাপড়া জরাজীর্ণ দেওয়াল এখন শিক্ষার্থীদের ব্যতিক্রমী অঙ্কনে নতুন রূপে সেজেছে। সেখানে শোভা পাচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে ফুটে ওঠা কোটা আন্দোলনের স্লোগানসহ দেশের বিভিন্ন অন্যায়ের চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে দেখা গেছে, শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত হয়ে বিভিন্ন উক্তি ও চিত্র আঁকছে। প্রথমে একদল শিক্ষার্থী প্লাটফর্মের জরাজীর্ণ দেওয়াল পরিষ্কার করে। অন্যদল বিভিন্ন রং মিশিয়ে তুলির আঁচড়ে উক্তি, আলপনা ফুটিয়ে তুলছেন। আঁকা হচ্ছে উৎসাহমূলক নানা চিত্র। আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে জানানো হয় শ্রদ্ধা। সমাজ বা রাষ্ট্রের কাছে শিক্ষার্থীদের কি চাওয়া সেটা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করছেন তারা। শিক্ষার্থীদের রং তুলির আঁচড়ে আঁকা শিল্পকর্ম আকৃষ্ট করছে পথচারী ও সাধারণ মানুষদের।
আরও পড়ুন: কক্সবাজারে ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন
শিক্ষার্থীদের ব্যতিক্রমী অঙ্কনে উপস্থিত ছিলো আলিফ পারভেজ, মোহাম্মদ রিফাত, ইমরান হোসেন, গালিব শিকদার, শাহরিয়ার রহমান সোহান, সোহান, শাহীন, জুয়েল , তুহিন বিশ্বাস, প্রত্যয়, সামির, মৃদুল, অন্তু, আবির, জেবা, সামিহা, সাহারা,তাসনিম, প্রিতি, দোলা, জারিন, ইমি, কেয়া,ফাতেমা,মাইমুন, জারিন, প্রীতি, রাফা সহ আরো অনেকে ।
জেবি/এসবি