ভারতে টানা বৃষ্টি-বন্যায় নিহত ৭
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪
টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতিতে ভারতের ত্রিপুরায় ৭ জনের মৃত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) জানা যায় গৃহহীন হাজার হাজার মানুষ, এবং গত ৪৮ ঘন্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃত ৭ জনের মধ্যে নিখোঁজ ২ জন। এর মাঝেই বৃষ্টির তীব্রতা আরো বাররতে পারে বলে জানিয়েছেন মৌসম ভবন।
আরও পড়ুন: জুড়ীতে ভারতীয় সীমান্ত থেকে দুই বাংলাদশী আটক
ভারতের সংবাদমাধ্যম সূ্ত্র জানা য়ায়, মৃতদের মধ্যে ৫ জনই দক্ষিণ ত্রিপুরার। একটানা মুষলধারে বৃষ্টির কারণে সবকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। নদীর তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে সাড়ে ৫ হাজারের বেশি পরিবার ঘরছাড়া।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সিমান্তে ভারতীয় গরুসহ ৫ জন চোরাকারবারী আটক
আবহাওয়া অফিস জানিয়েছেন, আগামী ২দিন ত্রিপুরা জুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই ২০০ টি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এর মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল বাহিনী রয়েছে। রাজ্যের বন্যা কবলিত এলাকার পাশেই মোট ১৮৩টি অস্থায়ী শিবির খোলা হয়েছে। চলছে উদ্ধার কাজ।
এসডি/