অনির্দিষ্টকাল বন্ধ এনআইডি সেবা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪
চাকরি স্থায়ীকরণ ও এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তরের দুই দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এনআইডি সেবা বন্ধ।
দাবি আদায়ে বুধবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু করেন নির্বাচন কমিশনের আইডিইএ-টু প্রকল্পের আউটসোর্সিংয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এতে এনআইডি সেবা বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: বিমানবন্দরে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদ আটক
এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সেবা বন্ধ থাকবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ ২৮ জনের নামে হত্যা মামলা
আইডিইএ-টু প্রকল্পে বর্তমানে ২ হাজার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছেন। তারাই মাঠপর্যায়ে এনআইডির কাজ করেন।
জেবি/এসবি