ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৮ এএম, ২৭শে আগস্ট ২০২৪


ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি
ছবি: সংগৃহীত

ভারত খুলে দিয়েছে ফারাক্কা বাঁধের সবকটি গেট কিন্তু এখনো রাজবাড়ীর পদ্মা নদীতে এর কোনো প্রভাব পড়েনি। গত ২৪ ঘণ্টায় রাজবাড়ী জেলা সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ১, গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ১১ ও পাংশার সেনগ্রাম পয়েন্টে ৪ সেন্টিমিটার কমে পদ্মার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।


আরও পড়ুন: গাজী টায়ারের আগুনে নিহত-নিখোঁজের তালিকা করা হয়নি: ফায়ার সার্ভিস


ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে পদ্মা নদীর তীরবর্তীসহ জেলাসহ আশেপাশের  মধ্যে।


রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল আমিন বলেন, গত কয়েক দিন ধরে পদ্মার পানি কমছে। আর ফারাক্কা বাঁধের পানি রাজবাড়ীর পদ্মায় আসতে সময় লাগবে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।


আরএক্স/