থানা প্রাঙ্গনে আসামির ছবি তুলে সাবেক শিবির নেতা আটক

চট্টগ্রামের হাটহাজারীতে আদালতে নেওয়ার সময় থানা কম্পাউন্ডে আসামির ছবি তোলায় মো. রায়হান (২৬) নামে শিবিরের এক সাবেক নেতাকে আটক করেছে থানা পুলিশ।
বিজ্ঞাপন
বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানায় এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি
আটককৃত মো. রায়হান হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি। তিনি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির মো. আবুল কালামের ছেলে।
বিজ্ঞাপন
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া গণমাধ্যমকে জানান, বুধবার দুপুরে পৌরসভার আলীপুরে তানভির নামে স্কুলছাত্র হত্যার ঘটনায় গ্রেফতারকৃত শিক্ষার্থীদের বিজ্ঞ আদালতে নেওয়া হচ্ছিল। ওই সময় হাটহাজারী কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি রায়হানকে ছবি তোলা ও ভিডিও ধারণ করতে সংশ্লিষ্ট থানা পুলিশের এক কর্মকর্তা নিষেধ করেন। এতে ওই নেতা পুলিশের ওপর চড়াও হন এবং পুলিশি কাজে বাধা দেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, এক সময় সে কলেজ শাখার সভাপতি থাকলেও বর্তমানে জামায়াতের কোনো পদ- পদবিতে নেই।