Logo

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জনতা, ভোগান্তি চরমে

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২২ অক্টোবর, ২০২৫, ২৩:৪০
389Shares
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জনতা, ভোগান্তি চরমে
ছবি: সংগৃহীত

গাজীপুরে সড়ক দুর্ঘটনার জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। প্রায় দুই ঘণ্টা ধরে ব্যাস্ততম সড়কটি অবরোধের কারণে বন্ধ থাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২২ অক্টোবর) রাত ৮টা ৩০মিনিটের দিকে নগরীর হারিকেন এলাকায় মহাসড়ক অবরোধ করেন স্থানীয় জনতা। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মহানগরীর হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় এক পথচারীকে ট্রাক চাপা দেয়। এতে তার দুটি পা থেঁতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এরপর বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান করেন এবং ওই মহাসড়কের সকল গাড়ি চলাচল বন্ধ করে দেন। এরপর থেকেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকা থেকে ভোগড়া বাইপাস ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনার জেরে স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করেছেন। ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD