বিরামপুরে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৪


বিরামপুরে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন
ছবি : প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


আরও পড়ুন: বিরামপুরে সড়ক পরিস্কার করছেন শিক্ষার্থীরা


বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্তির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। চরকাই মৎস্য প্রজনন খামার থেকে পোনা মাছ ক্রয় করে এবারে বিরামপুর উপজেলায় ছোট যমুনা নদী সহ উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মোট ৩৭০ কেজি পোনা মাছ অবমুক্তি করা হয়েছে। 


এসময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক সাংবাদিক শাহ্ আলম মন্ডলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাতিষ্ঠানিক জলাশয়ের উপকারভোগী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এসডি/