Logo

বন্যাকব‌লিত ৭ জেলায় ৭ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৪, ০৬:৩৫
বন্যাকব‌লিত ৭ জেলায় ৭ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য
ছবি: সংগৃহীত

সবচেয়ে বন্যায় আক্রান্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে তারা

বিজ্ঞাপন

ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৪ লাখ ৫০ হাজার ইউরো (৭ কোটি টাকা) সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। সবচেয়ে বন্যায় আক্রান্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে তারা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) যুক্তরাজ্যের হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ হাজারেরও বেশি মানুষকে সহায়তা করার জন্য ৪ লাখ ৫০ হাজার ইউরো (৭ কোটি টাকা) অত্যাবশ্যক মানবিক সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য। ভয়াবহ এই বন্যায় ৫ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলার মানুষকে সহায়তা করবে তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশের পূর্বাঞ্চলে বর্তমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সবার পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য সরকার। আমি ঘোষণা করতে পেরে বেশ আনন্দিত যে যুক্তরাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা প্রদান করছে। এ সহায়তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সুশীল সমাজ, স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় ও চলমান সাড়াদানের পরিপূরক।

এ জেলাগুলো হলো- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রাম। কিছু এলাকা ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের এ নতুন সহায়তা একটি স্টার্ট ফান্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত ও এনজিও দ্বারা বাস্তবায়ন করা হবে। এটি খাদ্য, নগদ সহায়তা, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি সরবরাহসহ ৩৬ হাজারেরও বেশি মানুষকে সহায়তা করবে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD