ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, ১ দিনে নিহত ৮


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪


ভারি বৃষ্টিতে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, ১ দিনে নিহত ৮
ছবি: প্রতিনিধি

১দিনের ভারি বৃষ্টিতেই তছনছ ভারতের অন্ধ্রপ্রদেশ। কোথাও কোথাও ভূমিধস, কোথাও আবার বন‍্যার মতো পরিস্থিতি। প্রশাসন সূত্রে প্রকাশ, গত ২৪ ঘন্টায় অন্ধ্রপ্রদেশে প্রাণ হারিয়েছেন ৮ জন।


আরও পড়ুন: ভারতে পালাতে চুক্তি, ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে পালালো দালাল


বিভিন্ন এলাকায় ভূমিধসের জেরে প্রাণহানির ঘটনা গুলো ঘটেছে। বিজয়ওয়াড়াতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত বহু। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, ভারি বৃষ্টিপাতের জেরে রাজ‍্যজুড়ে মৃত্যু মিছিলে শোকপ্রকাশ করেছেন মুখ‍্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 


মৃতদের পরিবার প্রতি ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করেছেন। ভারি বৃষ্টিপাতের জেরে রাজ‍্যের বিভিন্ন জেলার পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। ইতিমধ্যেই ক্ষতিপূরণ বাবদ জেলাগুলিতে ৩ কোটি টাকা দিয়েছেন তিনি।


এসডি/