কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৪


কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ৭২০ বোতল ফেন্সিডেলসহ আরিফুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। 


আরও পড়ুন: সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন


র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খানের নেতৃত্বে সোমবার (২ সেপ্টেম্বর)  ভোর সাড়ে ৫ টার  সময় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। 


র‍্যাব জানায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মহিষকুন্ডি গ্রামে মাইক্রোবাস করে মাদক ব্যবসায়ী ফেন্সিডিল সরবরাহ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‍্যাব। 


এসময় একটি নোয়া মাইক্রোবাসের ভেতর হতে ৭২০ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ২১,৬০,০০০/- টাকা এবং নগদ ১৭,০০০/- টাকাসহ মো. আরিফুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করে র‍্যাব। 


আরও পড়ুন: কুষ্টিয়া মডেল থানার খোয়া যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে র‍্যাব এবং উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় সোপর্দ করেছে র‍্যাব। 


এসডি/