কুষ্টিয়ায় র্যাবের অভিযানে পলাতক ডাকাত গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৪
র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের বিশেষ অভিযানে কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক একাধিক মামলার আসামী দুর্ধর্ষ ডাকাত মো. সামিরুল মন্ডল (৩৫) গ্রেফতার।
আরও পড়ুন: কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ৭২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বুধবার (৪ সেপ্টেম্বর) তারিখ রাত দেড়টার সময় র্যাবের কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান ও র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানাধীন ধর্মপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত সামিরুল মন্ডল (৩৫), কুষ্টিয়া খোকসা উপজেলার ওসমানপুর এলাকার সামসুদ্দিন মন্ডলের ছেলে।
বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে এক অরেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান।
র্যাব সুত্রে জানা যায়, গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় জেল পলাতক সামিরুলকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সাংবাদিক দম্পতি সাগর-রুনী ও রুবেল হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামি মো. সামিরুল মন্ডলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলাসহ সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে।
জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন র্যাব।
এসডি/