Logo

খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না: ভিপি নুর

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:২৯
101Shares
খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না: ভিপি নুর
ছবি: সংগৃহীত

এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার

বিজ্ঞাপন

বাংলাদেশে খুনের বিপরীতে খুনের রাজনীতি আর চলবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে এক পথসভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নুর বলেন, সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন হয়েছে। এ বিজয় ধরে রাখতে হবে, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে। রাজনীতি নতুন ধারায়, নতুন পথে চলবে।

বিজ্ঞাপন

নুর আরও বলেন, ফ্যাসিবাদী সরকার মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা কল্পনারও করেনি ছাত্র-জনতার আন্দোলনে তাদের পতন হবে। এ কৃতিত্ব কোনো রাজনৈতিক দলের নয়। জনগণ ও ছাত্ররা রাস্তায় নেমেছে বলেই তাদের পতন হয়েছে।

বিজ্ঞাপন

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, তাতে যেন কোনো দুর্বৃত্ত প্রতিষ্ঠিত হতে না পারে। পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষের পাশে থাকবেন।

বিজ্ঞাপন

দলের নেতাকর্মীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন। জনগণই সব ক্ষমতার উৎস। আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অপরাধী পুলিশের শাস্তি হবে। কিন্তু বাকি পুলিশদের সহযোগিতা করতে হবে। পুলিশ না থাকলে আইন-শৃঙ্খলা থাকবে না। আর কোনো রাজনৈতিক নেতার কথায় মামলা হবে না।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD