স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন: তথ্য উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪


স্বৈরাচারের পরিণতির নিদর্শন হবে গণভবন: তথ্য উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা।  পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেই আলোচনা পরে করা হবে বলে জানান তিনি।


শনিবার (৭ সেপ্টেম্বর) গণভবন পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।


আরও পড়ুন: ১৫ বছর পর মুখ খুললেন সাবেক সেনাপ্রধান মঈন


তথ্য উপদেষ্টা বলেন, “স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়ক আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পৃথিবীর বুকে তুলে ধরতে চাই। সেই জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে।”


জেবি/এসবি