Logo

প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক, সতর্কবার্তা

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৪, ২০:৪৫
87Shares
প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক, সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

বেলা ১১টার দিকে প্রথম আলোর ওয়েবসাইটে এ বার্তা পাওয়া যায়।

বিজ্ঞাপন

বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইট হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দেওয়া হয়েছে। “প্রিয় মতিউর রহমান স্যার এবং প্রথম আলোর কর্মীবৃন্দ’ সম্বোধন করে বার্তাটি দিয়েছেন ‘একজন শুভাকাঙ্ক্ষী”। 

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা  ১১টার দিকে প্রথম আলোর ওয়েবসাইটে এ বার্তা পাওয়া যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বার্তায় লেখা হয়েছে, “আমি প্রথমেই এই বিষয় পরিষ্কার করতে চাই যে, আমি আপনাদের শত্রু নই বা দেশের সর্বাধিক পঠিত ও সবচেয়ে বিশ্বাসযোগ্য বাংলা সংবাদপত্র প্রথম আলোর কোনো সম্পদের ক্ষতি করার কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু অনলাইন মাধ্যমে সংবাদ প্রচারের জন্য আপনাদের ওয়েবসাইটের ব্যবহৃত কুইনটাইপ টেকনলজিকস ইন্ডিয়া লিমিটেডের তৈরি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস)-এ গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি রয়েছে।”

“এটি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রথম আলোর পূর্বপ্রকাশিত কোন সংবাদ বা তথ্য পরিবর্তন, পরিমার্জন বা নতুন কোন মিথ্যা তথ্য সংবাদ আকারে প্রকাশ করে প্রথম আলোর বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে গুজব ছড়াতে পারে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, আপনাদের প্রযুক্তি বিভাগ ও নির্বাহী কর্মকর্তাদের সামনে আমি সকল নিরাপত্তা ত্রুটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরতে ইচ্ছুক এবং যুক্ত প্রচেষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে তা সংশোধন করতে আগ্রহী। তার সঙ্গে যোগাযোগের জন্য একটি ই-মেইল অ্যাড্রেসও দেওয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বার্তাটি প্রথম আলোর ওয়েবসাইটে ছিল। সেটি এখনও সরাতে পারেনি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD