Logo

আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না: পুলিশ কমিশনার

profile picture
জনবাণী ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:৫১
45Shares
আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত কেউ ছাড় পাবে না: পুলিশ কমিশনার
ছবি: সংগৃহীত

কমিউনিটি পুলিশিং কমিটি শক্তিশালীকরণ ও নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আলোচনা করা হয়

বিজ্ঞাপন

রংপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানিয়েছেন, আবু সাঈদ হত্যার সাথে জড়িত বড় পদের পুলিশ কর্মকর্তাসহ কেউ ছাড় পাবে না।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

পুলিশ কমিশনার  বলেন, “আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্তের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ পিবিআইকে সার্বিক সহযোগিতা করছে। এ সময় রংপুর নগরীর যানজট সমস্যা নিরসন, মাদকের বিস্তার রোধ, কমিউনিটি পুলিশিং কমিটি শক্তিশালীকরণ ও নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আলোচনা করা হয়।”

এসময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD