পবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর পদে ৭ সিভি জমা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৪


পবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর পদে ৭ সিভি জমা
ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বেচ্ছায় পদত্যাগ করায় বর্তমানে ভিসি‘র শূন্য পদে শিক্ষা মন্ত্রণালয় আবেদন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৭জন শিক্ষক।


আরও পড়ুন: পবিপ্রবিতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ


সূ্ত্র জানায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের কিছু দিন পর ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র শামন্ত স্বেচ্ছায় পদত্যাগ করলে নতুন ভিসি পদে নিয়োগের লক্ষ্যে উক্ত বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক শিক্ষামন্ত্রনালয়ে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।


 ভাইস চ্যান্সেলর প্রত্যাশীগন হলেন- (১)পবিপ্রবির এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান। তিনি বর্তমানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) দায়িত্বে রয়েছেন। (২) হর্টিকালচার বিভাগের চেয়ারম্যান ও জার্মপ্লাজম সেন্টারের প্রধান গবেষক প্রফেসর ড. মাহাবুব রব্বানী। (৩) সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন। (৪) ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের প্রফেসর বদিউজ্জামান। (৫) এন্টোমলজি বিভাগের প্রফেসর মো. মহসীন হোসেন খান। (৬) এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মো. হাবিবুর রহমান এবং (৭) সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর মো. সাইফুল ইসলাম। 


আরও পড়ুন: বৃষ্টি উপেক্ষা করে পবিপ্রবিতে নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ


অপরদিকে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান গত ১১-০৯-২৪ইং তারিখ স্বাক্ষরিত  এক পরিপত্র জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে যতদিন পর্যন্ত ভাইস চ্যান্সেলর নিয়োগ না হবে ততদিন পর্যন্ত ডীন কাউন্সিলের সুপারিশ অনুযায়ী কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জেষ্ঠ অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেনকে   অর্ন্তবর্তী কালীন সময় সকল ধরনের জরুরী, আর্থিক এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।


এসডি/